Grameen America Hits Half A Billion Dollars Disbursement Milestone
27 Oct, 2016  
Fig: Grameen America Hits Half A Billion Dollars Disbursement Milestone

Yunus Centre Press Release (27 October, 2016)

Grameen America Inc (GAI) has hit the milestone of half a billion dollars in loans disbursed, cumulatively by the third quarter of 2016. This milestone was announced at GAI's the  board meeting was held in New York on on October 24, 2016 with Professor Muhammad Yunus in the chair. GAI started its journey back in 2008 and is empowering low-income women with microloan across 11 cities of the United States, from New York to California. Grameen America has provided US$ 535 million in loans to 81,100 women which they have invested in their small businesses. So far, 2,42,445 loans have been approved and consequently 75,155 jobs have been created through these ventures. Professor Yunus is the chairman of Grameen America Inc.

Nobel Laureate Professor Muhammad Yunus attended the Sing For Hope Tenth Anniversary gala as Chief Guest. In his speech Professor Yunus praised Sing for Hope for the work it had done over the last ten years, and highlighted the important role that art and music  plays  in solving the problems of society. Diva of opera world Rene Fleming enthralled the audience by her breathtaking performance in the gala.Since 2006, Sing for Hope, co founded by Yunus' daughter Monica Yunus, has done arts outreach programs that have brought hope and inspiration to thousands of individuals in under-resourced schools, public hospitals, hospices, veterans’ centers, after-school programs, neighborhood centers, nursing homes, and disability networks. To date, Sing for Hope has partnered with over 220 nonprofit organizations, involved over 3,500 artists in community volunteerism, and placed over 330 artist-created Sing for Hope Pianos throughout NYC’s parks and public spaces for everyone to play.

Professor Yunus delivered a public lecture at George Washington University (GW) . GW was established in February 9, 1821 and is a leading American university in the field of applied politics. On the same evening Professor Yunus was awarded the prestigious Presidential Medal by GW President Steven Knapp in a ceremony at GW's Lisner Auditorium to honor him for his pioneering work in creating economic development through microcredit. The George Washington University President’s Medal recognizes individuals who have exhibited courage, character and leadership in their chosen fields and who exemplify the ability of all human beings to improve the lives of others.

Caption: Nobel Laureate Professor Muhammad Yunus is seen with George Washington University, USA President Steven Knapp on October 26, 2016.

 

প্রেস রিলিজ

গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করলো।

গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করলো। ২০১৬ সালের ৩য় কোয়ার্টারে এই ক্রমপুঞ্জিত বিতরণের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। ২৪ অক্টোবর নিউ ইয়র্কে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ আমেরিকার পরিচালনা পরিষদের সভায় মাইলফলক অতিক্রমের এই ঘোষণা দেয়া হলো।

নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে গ্রামীণ আমেরিকা ২০০৮ সালে তার যাত্রা শুরু করে। এ পর্যন্ত ৮১,১০০ জন মহিলাকে তাদের ক্ষুদ্র ব্যবসায়ে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। এই কর্মসূচির অধীনে এ পর্যন্ত ২,৪২,৪৪৫টি ঋণ অনুমোদিত হয়েছে এবং এই ব্যবসাগুলো থেকে ৭৫,১৫৫টি নতুন চাকরী সৃষ্টি হয়েছে। প্রফেসর ইউনূস গ্রামীণ আমেরিকার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সিং ফর হোপ (ঝরহম ভড়ৎ ঐড়ঢ়ব) এর দশম বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগ দেন। তাঁর বক্তৃতায় প্রফেসর ইউনূস গত ১০ বছরে সিং ফর হোপের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে সংগীত ও শিল্পকলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সিং ফর হোপ তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পদ স্বল্পতায়-ভূক্ত স্কুল, সরকারী হাসপাতাল, সেবাসদন, বৃদ্ধনিবাস কেন্দ্র, স্কুল-পরবর্তী কর্মসূচি, এলাকার সহায়তা কেন্দ্র, নার্সিং হোম ও পঙ্গুদের নেটওয়ার্কের অধীনে থাকা হাজার হাজার মানুষকে আশা ও প্রেরণা যুগিয়ে আসছে। উল্লেখ্য যে, প্রফেসর ইউনূসের কন্যা মনিকা 'সিং ফর হোপের' সহ-প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত সিং ফর হোপ ২২০টির বেশী অলাভজনক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করেছে, ৩,৫০০-র বেশী শিল্পীকে কমিউনিটি-স্বেচ্ছাসেবার সাথে যুক্ত করেছে এবং নিউ ইয়র্ক শহরের বিভিন্ন পার্ক ও জন-উন্মুক্ত জায়গায় যে-কেউ বাজানোর জন্য শিল্পীদের দ্বারা তৈরী ৩৩০টি “সিং ফর হোপ পিয়ানো” স্থাপন করেছে। গালা অনুষ্ঠানে বিশ্বখ্যাত অপেরা শিল্পী রিনি ফ্লেমিং তাঁর মনোমুগ্ধকর পারফরমেন্স দিয়ে দর্শকদের অভিভূত করেন।

এছাড়াও প্রফেসর ইউনূস ২৬ অক্টোবর ২০১৬ জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে একটি গণ-বক্তৃতা প্রদান করেন। ১৮২১ সালের ৯ ফেব্রুয়ারী  প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ফলিত রাষ্ট্রবিজ্ঞানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়। ২৬ অক্টোবর সন্ধায় জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিভেন ন্যাপ বিশ্ববিদ্যালয়ের লিনসের অডিটোরিয়ামে প্রফেসর ইউনূসকে ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে তাঁর পথিকৃত কাজের জন্য মর্যাদাজনক প্রেসিডেনসিয়েল মেডেলে ভূষিত করেন। নিজ নিজ ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাহস, প্রত্যয় ও নেতৃত্ব প্রদর্শণকারী এবং নিজেদের কাজের মাধ্যমে সমাজে অন্যদের জীবনমান উন্নয়নে অসাধারণ অবদান সৃষ্টিকারী ব্যক্তিদের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এই সম্মানজনক প্রেসিডেনসিয়েল মেডেল প্রদান করা হয়।   

ছবির ক্যাপশন-১ঃ ২৬ অক্টোবর ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিভেন ন্যাপ বিশ্ববিদ্যালয়ের লিনসের অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে মর্যাদাজনক প্রেসিডেনসিয়েল মেডেল প্রদান করেন।

ছবির ক্যাপশন-২ঃ ২৬ অক্টোবর ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্টিভেন ন্যাপের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More